এই প্রাণে বাঁধা পড়ে গেছে তার হিয়া
ছেড়ে যেতে কাঁদে তাই বুকে স্মৃতি নিয়া।
ঘুমহারা হয়ে আজ থাকে ভাবনায়
স্বপ্ন নয় বাস্তবেতে কাছে পেতে চায়।
দূর হতে ভালবেসে ছিল এতদিন
কল্পনাতে কাছে এসে দিতো প্রেম ঋণ।
আজ তার বুক জুড়ে উঠে কষ্ট ঢেউ
আমি ছাড়া তার পাশে নাই আর কেউ।


বাপ ভাই বহু দূরে বিয়ে দিবে তার
মন তাই হয়ে যাবে ভেঙে চুরমার।
ছুটে যদি আসে কাছে হবে কলঙ্কিনী
প্রতিবেশী বলে যাবে সাধু বেশে চিনি।
তার মনে এত কিছু জানা নাহি ছিল
শরমের মাথা খেয়ে এত ফাঁকি দিল।


রচনা কাল : ০৮/১২/২০১৮ ইং