প্রেম পাতার ভেলায়, ছলছল আঁখি।
সাজানো হৃদয় বাড়ি, যত্ন করে রাখি।
পোষা বিড়ালের মত, পুষি মনটাকে।
সুখ পাখির পা যেন, রাখি বেঁধে  বুকে।
বট বৃক্ষ ছায়া যেন, আনি চুরি করে;
হৃদয়ের মধ্য খানে, রাখি সেথা ভরে।
তাল পাতার বাতাস, বেঁধে রাখি ঘরে।
সুখের বৃষ্টির জল, মোর চালে ঝরে।


ফুলে ফুলে মোর ঘর, রাখি যেন ভরে।
বাঁশের বাশির সুর, বাজে সুরে সুরে।
দক্ষিণা পবন যেন, আসে জানালায়।
মোর ঘর স্বর্গপুরী, নিচু নীলিমায়।
চাঁদনী রাতের বেলা, মন সুখে ভরা।
তোমার জন্য আমার, এই সব করা।


রচনা কাল ঃ
০৫/০৮/২০১৭ ইং
৯ঃ১৭ এএম