প্রেমে এত রঙ থাকে জানা নাহি ছিল
কিছু সুখ দিয়ে পরে দুঃখ শুধু দিল।
কাছে পেয়ে তবু তারে ব্যথা রয়ে গেল
জ্বালাতন এই মন শুধু যেন পেল।
কত কথা বুকে আছে বলা নাহি হল
বিরহের পাখি বলে সঙে সঙে চল।
নিশিরাত ডাকে বলে জেগে থাকা হয়
কষ্ট দিয়ে মালা গাঁথি সেতো শুধু কয়।


প্রেম যেন মিছে মায়া এই পৃথিবীতে
ভাল লাগে যারে বেশি কাছে চায় নিতে।
তাই বুঝি হয়ে ছিল মোর প্রেমে পড়া
অশ্রু দিয়ে বুক ভাসে তবু যেন খরা।
আজো সত্যি প্রেম চাই কার কাছে যাই
মায়া ভরা দু'টি আঁখি কার কাছে পাই।


রচনা কাল : ২৭/০৩/২০১৯ ইং