প্রেমে এত জ্বালা থাকে জানা নাহি ছিল
ভেবে গেছি সুখ পাবো দুঃখ শুধু দিল।
অশ্রু ঝরে অবিরত চোখ নিচে কালা
ভেঙে ভেঙে মন আজ হয়ে গেছে ফালা।
জনমের মত যাবে চলে পর ঘরে
ব্যথা শুধু তাই প্রাণে সাজে থরে থরে।
কোন দিন নাহি আর ফেরা বুঝি হবে
একা একা প্রাণ কথা কত আর কবে।


ভালবাসি বড় বেশি ভুলা নাহি হবে
চিরকাল স্মৃতি হয়ে পাশাপাশি রবে।
কবিতার খাতা গুলো উপহাস করে
যারে দিলি ঠাই বুকে সেই যাবে সরে।
বেদনার জলে কিছু সুখ দিতে চাই
পরকালে গিয়ে যেন কাছাকাছি পাই।


রচনা কাল : ০৯/১২/২০১৮ ইং