প্রেম ছাড়া প্রাণ যেন, শূন্যতায় ভরা।
দিবানিশি কষ্টে যেন, মন থাকে খরা।
কেউ বাঁচে না ভুবনে, প্রেম ছাড়া হায়।
সবার জীবনে যেন, প্রেম ডেকে যায়।
প্রেমে হাসে প্রেমে কাঁদে, এই তো জীবন।
প্রেম যেন থাকে পাশে, সারাটি ভুবন।
প্রেমে যদি নাহি পড়ে, মন নাহি তার।
মিছে হবে তবে যেন, জীবন সংসার।


প্রেমে যেন মধু ভরা, খায় সব জন।
প্রেম হল বিধাতার, গড়া খাটি ধন।
যে জীবনে প্রেম নাই, নাই তার সুখ।
বর্ষা কালে যেন বুঝি, শুষ্ক থাকে চোখ।
জীবন হাসে ভুবনে, প্রেমের ছোঁয়ায়।
মনের গভীর যেন, ভরে পূর্ণতায়।


রচনা কাল ঃ
০৬/০৮/২০১৭ ইং
৯ঃ২৫ পিএম।