প্রিয় জন দূরে গেলে সুখ নাহি থাকে
জ্বালাতন সব ক্ষণে পাশে যেতে হাকে।
কেন মেলে মনে মন কেন ভেঙে যায়
দু'টি প্রাণ এক সাথে কত ব্যথা পায়।
কারো কাছে যায় নাহি বলা এত কষ্ট
ধীরে ধীরে দেহ মন হয়ে যায় নষ্ট।
বিধি বুঝি সুখ পায় এই খেলা খেলে
পোড়া শেষ হলে পরে দেয় তারে ফেলে।


মায়া ভরা দু'টি আঁখি করে কার আশা
পেতে চায় কেন জানি কারো ভালবাসা।
একা থাকা শুধু ব্যথা আর কিছু নাই
কোথা গেলে মনসুখ এতটুকু পাই।
নিরালায় বসে ভাবি সবে দুঃখ দেয়
একা থেকে মন সুখ মাঝে মাঝে নেয়।


রচনা কাল : ১৭/০৩/২০১৯ ইং