কবে পাবো মোর প্রিয়া, গভীর নিশিতে।
প্রতি রাতে ঘুম ভাঙে, পারি না ঘুমাতে।
নেই কেউ পাশে মোর, একা শুধু ঘরে।
কেউ নেই ভালবেসে, রাখবে আদরে।
দু'হাত মাথায় চেপে, ভেবে যায় আমি।
সে কি বহু দূরে হায়, নাকি বহু দামি।
দেখা পেলে সুখ এসে, জড়াবে আমায়।
এত সুখ নিজ হাতে, বিলাবো কোথায়?


মুখে ফোটে মিষ্টি হাসি, শুনে মিষ্টি কথা।
বুক মাঝে সুখ এসে, মুছে দেয় ব্যথা।
হাতে হাত রেখে লাগে, গায়ে শিহরণ।
মনে জাগে কত কথা, সেই প্রতি ক্ষণ।
ভালবাসা দূরে ঠেলে, কত শত ব্যথা।
দু'নয়নে ভাসে তাই, কত মিষ্টি কথা।


রচনা কাল ঃ
০৭/০৫/২০১৭ ইং
৮ঃ১৩ পিএম ।