প্রথম প্রেমের প্রিয়া হয়ে যাবে পর
নেইতো সময় বেশি বেঁধে নিতে ঘর।
হারাবে হৃদয় খানি তার সব সুখ
নয়নে ঝরছে বর্ষা শুষ্ক তবু মুখ।
আগুন জ্বলছে বুকে সারা দিবানিশি
স্মৃতির পাতার সাথে যাই আরো মিশি।
কখন সমস্ত স্থান পুড়ে হবে ছাই
ভুলতে মনের মাঝে শুধু ব্যথা পাই।


কেমনে কাঁদায় প্রেম বলা নাহি যায়
নীরবে আঁধারে বসে প্রাণ খেতে চায়।
ঘুমের ভেতর এসে স্বপ্ন এঁকে দেয়
বেদনা ভরিয়ে তাতে কাছে টেনে নেয়।
হারানো সুরের মায়া লাগে মধুময়
একেলা ভুবনে সাজি রঙ নাহি হয়।


রচনা কাল : ১০/১২/২০১৮ ইং