চাঁদ জ্বলা নিশি রাতে এসো তুমি ছুটে
হৃদয়ের ভালবাসা নিয়ে এসো ঘাটে।
সেই কথা আর মুখে বলে না তো কেউ
চলে গেছে বহু দূরে জানে না তা কেউ।
ফিরে চায় এই মন তার সেই হাসি
যে হাসি আজ আমায় গলে দেয় ফাঁসি।
এত জ্বালা নিয়ে মন কেমনে যে রয়
সেই ভালবাসা যেন হৃদয় পোড়ায়।


গত হয়ে গেছে সব মন থেকে দূরে
মাঝে মাঝে খুব কাছে যেন আসে ফিরে।
কাঁদায় হাসায় সেই পুরনো সে ঘাটে
বাঁশবন পিছে ফেলে মন যায় ছুটে।
কিন্তু হায় শুণ্য সেথা পড়ে আছে চুপে
বুক ভরে দুঃখ পাই যেন বহু রূপে।


রচনা কাল : ১৭/০৩/২০১৮ ইং