নিশি রাতে চাঁদ নেই, নেই কোন তারা
মনের কষ্টের মত রাত দিশেহারা।
এই রাতে দেখা ছিল সুখের স্বপন
বৃষ্টি ছিল সেই রাতে, হালকা পবন।
গরম ছিল না ভবে ফাল্গুনের শেষে
সুখের ভেতর সুখ ছিল যেন ঘেষে।
রঙিন স্বপ্নের মাঝে ছিল না কো খাদ
তবু কেন সেই স্বপ্ন পড়ে গেল বাদ।


ছোট্ট ওই গাছটাতে বসে আছে পাখি
ধরা যাবে এই ভেবে স্বপ্ন বোনে আঁখি।
কিন্তু হায় ধরা নয় গেল না তো ছোঁয়া
মরে গেল স্বপ্ন তাই হয়ে গেল ধোয়া।
বহু দিন কেটে গেল স্বপ্ন ঘুরে এলো
দু'নয়ন তার দিকে নাহি আর গেল।


রচনা কাল : ০৬/০৩/২০১৮ ইং