পুরনো কথা তোমার, মনে আছে প্রিয়া।
বলেছিলে দুটি হাত, পরানে বাঁধিয়া।
সেই বরই তলায়, বিকেল আলোয়;
শুনাতাম কত গান, ফ্যাকাসে গলায়।
থেমে দিয়ে মোর গান, গাইতে নিজেই।
নীরবে তোমার কন্ঠ, শুনিতাম তাই।
আজও আকুল হয়ে, বিকেল বেলায়;
থাকি বসে অপেক্ষায়,  তোমার আশায়।


অপেক্ষার প্রহর, পেরিয়ে যে যায়।
দু'চোখ মেলে তোমায়, দেখি না সেথায়।
শত জায়গায় খুঁজি, আগের তোমায়।
তুমি আজ কত দূরে থাকো লুকায়।
দু'নয়নে জল ঝরে, বরই তলায়।
আজও খুঁজে বেড়াই, পুরনো তোমায়।


রচনা কাল ঃ
০৫/০১/২০১৭ ইং
১ঃ৩৫ পিএম।