দোলন দুলছে দেখি রাত জোনাকিতে
চাইছে হাজারো শ্রোতা নিজ করে নিতে।
হাসছে আপন মনে পড়ে সব লেখা
শুনায় পুরনো গান ভাসে স্মৃতি রেখা।
ফুলেল গিয়েছে কবে আসে নাহি ফিরে
ব্যথিত হৃদয় কাঁদে অন্ধকার নীড়ে।
গানের আসর জমে আগেকার মত
শ্রোতারা রয়েছে সব ছিল বুঝি যত।


বারোটা পর্যন্ত চলে ঘুম নাহি ধরে
রেডিও আম্বার শুনে প্রাণ যায় ভরে।
গানের কথায় নয় বন্ধুত্বের মায়া-
হৃদয়ে পড়েছে বলে পাই যেন ছায়া।
সময় বদলে দেয় কিছু চেনা মুখ
আবার ফিরিয়ে দেয় ঘুরে যেন সুখ।


রচনা কাল : ২৮/১১/২০১৮ ইং থেকে
০৩/১২/২০১৮ ইং