বাংলা মোর জন্ম ভূমি, সবুজে যে ঘেরা।
শস্য ফল মূলে মায়ে, ঘর রাখে ভরা।
সবুজ মায়ের কোল, নরম কোমল।
ঘুমায় মায়ের খোকা, জড়িয়ে আঁচল।
যে দিকে দু'চোখ যায়, মন ভরে যায়।
সবুজ শ্যামলে ঘেরা, ছোট ছোট গায়।
শীত আসে বর্ষা আসে, আসে গ্রীষ্মকাল।
হেমন্ত বসন্ত শরৎ, রয় চিরকাল।


গাছে গাছে নানা পাখি, তারা গান গায়।
মুখরিত বাংলা মোর, সকাল সন্ধ্যায়।
নদী নালা মাঠ ঘাট, বাঁশঝাড় বন।
কত ফুল ফুটে রয়, যেন সোনা ধন।
সার্থক জনম মোর, জন্ম এই দেশে।
মন তাই ঘুরে ফিরে, রাখালির বেশে।


রচনা কাল ঃ
১০/০৭/২০১৭ ইং
২ঃ০২ পিএম।