ভালবাসায় কি জ্বালা, জানে এই মন।
বিরহী পথের সাথে, ভাসে দু'নয়ন।
হাহাকারে বুক জ্বলে, দেহ পুড়ে যায়।
বিরহের গান গুলো, লাগে মধুময়।
নিশি রাতে একা শুয়ে, ভাবি কত কিছু।
বিরহের স্মৃতি গুলো, ছাড়ে না তো পিছু।
জোসনা আলো ছড়ায়, মোর জানালায়।
দেখে মন যেন আরো, বিরহ সাজায়।


মাঝে মাঝে মোর মাথে, মারি যেন ঘুসি।
বিরহের এত স্মৃতি, আসে কোথা ভাসি?
কিছু রাত ঘুম হারা, স্মৃতি যেন সেরা।
সারা রাত শুধু ভেবে, আনা স্মৃতি ফেরা।
স্মৃতি আজ সাথি মোর, আর কিছু নাই।
রাত বলে আয় বন্ধু, শুধু গান গাই।


রচনা কাল ঃ
১২/০৬/২০১৭ ইং
৪ঃ৪৪ পিএম।