খোলা মাঠে রাত তরে, বসে ছিনু একা।
নীল নভে উঠে ছিল, চাঁদ যেন বাঁকা।
লক্ষ লক্ষ তারা জ্বলে, মিটিমিটি করে।
রাতের বিমান বুঝি, তারা রুপে সরে।
সেচ পাম্প ঘরে জ্বলে, বিদ্যুৎ এর বাতি।
জোনাকিরা জ্বলে যেন, চলে রাতারাতি।
গাঁয়ের আঁধার ঘরে, নানা বাতি জ্বলে।
খোলা মাঠ হতে দেখা, নানা রুপ বলে।


রাতের বুকে মশক, ভন ভন করে;
পাখা ঝাপটায় যেন, কানের ভেতরে।
কুন কুন শব্দ হয়, কার যেন ডাক?
উঁকি মেরে দেখা হয়, করে দোর ফাঁক।
নিশি কালে ঘুম যেন, দেয় চোখে ভর।
রাতের রুপের কথা, মনোমুগ্ধকর।


রচনা কাল ঃ
১৯/০৭/২০১৭ ইং
৩ঃ১২ পিএম।