লক্ষকোটি কথা বলি মায়ের ভাষায়
মিষ্টি মিষ্টি কত কথা বাঁধছি মায়ায়।
এই ভাষা দানে নয় অশ্রুতে কিনেছি
শত্রুসেনা যত ছিল তাদের চিনেছি।
ঠাই নাহি হবে কারো বাংলার মাটিতে
যত আসে হাত ভেঙে বসাবো পাটিতে।
পৃথিবীতে যত ভাষা হয়েছে সাজানো
একমাত্র বাংলা ভাষা রক্ততে রাঙানো।


বায়ান্নর কথা গুলো হৃদয়ে ভাসছে
শহীদের আত্মত্যাগে বাংলাটা হাসছে।
কোনদিন হবে নাহি তাদের মরণ
বুক ভরে কথা বলে করছি স্মরণ।
যত দিন ফুল ফলে পৃথিবী সাজবে
ততদিন বাংলা ভাষা মুখেতে থাকবে।


রচনা কাল : ১০/০১/২০১৯ ইং