রমজান এলো ফিরে, প্রতি ঘরে ঘরে।
শান্তির প্রদীপ যেন, জ্বলা শুরু করে।
মহা পুরুষ্কার পাবে, যে রাখবে রোজা।
নিজ হাতে দিবে প্রভু, এ নয় তো সোজা।
রহমত ঢালে খোদা, রমজান মাসে।
অভাব থাকে না কারো, সবে যেন হাসে।
রোগ শোক নেই কিছু, নেই কোন ক্লান্তি।
পেটে ক্ষুধা আছে হায়, তবু মনে শান্তি।


আল্লাহকে ভয় করে, রাখে সবে রোজা।
শেষ রাতে উঠে মনে, পায় কত মজা।
যাকাত প্রদান করো, বিধির আদেশ।
তাই তো যাকাত দিয়ে, থাকে সুখে বেশ।
রোজা রাখে নেকী করে, পাপ রয় দূরে।
যিকির করে বান্দায়, সুমধুর সুরে।


রচনা কাল ঃ
২৭/০৫/২০১৭ ইং
৭ঃ৪২ পিএম।