যুদ্ধে গেছে কত ছেলে ফিরে নাহি আসে
অশ্রু জলে দিবানিশি তাই বুক ভাসে।
দুয়া করি হাত তুলে বিধাতার কাছে
দেশ বাঁচে খোকা বাঁচে যেন আগে পাছে।
হাসি মুখে যুদ্ধে গেছে কেউ বসে নেই
ফিরে আসে ঘরে যেন হাসি মুখেতেই।
লড়ে যাও প্রাণপণে মনে আনো বল
ধ্বংস করো শত্রু দেশে আছে যত দল।


চারদিকে রক্তারক্তি আর হাহাকার
অনাহারী শিশু গুলি কাঁদে যারে ঝার।
ঘরবাড়ি পুড়ে ছাই চালচুলো নাই
কোথা গেলে এত টুকু শান্তি খুঁজে পাই।
স্বাধীনতা এলো বুঝি রক্ত স্রোতে ভেসে
ছেলে গুলি গেল কোথা অট্টহাসি হেসে?


রচনা কাল : ০৮/১২/২০১৮ ইং