স্বাধীনতা পেয়ে আজ, আমরা স্বাধীন।
চলি ফিরি হাসি খেলি, বেশ তো রঙিন।
গানে শুনি একাত্তরে, দেশ নিয়ে কথা।
লক্ষ প্রাণ করে দান, বুকে বাড়ে ব্যথা।
নয় মাস যুদ্ধ করে, সাহসী বাঙালি।
বীর বেশে যুদ্ধে যেন, প্রাণ দেয় বলি।
ঘর বাড়ি পুড়ে সাফ, থাকে মাঠ ঘাটে;
সজন হারা ব্যথায়, বুক যায় ফেটে।


আজ সব ভুলে গেছে, পুরনো সে কথা।
গানে যেন রয়ে গেছে, তবু সুর ব্যথা।
বাঁচতে গিয়ে স্বাধীন, স্বাধীনতা হারা।
দেশে দেশে চলে যেন, মন মতো ফেরা।
যাযাবর পাখি হাসে, ঘুরে দেশ দিয়ে।
কি দিল এই স্বাধীন, লক্ষ প্রাণ নিয়ে?


রচনা কাল ঃ
০৬/০৮/২০১৭ ইং
৩ঃ৩৬ পিএম।