সবুজের বুকে লাল, স্বাধীন পতাকা।
উড়বে সারা ভুবন, দুলে আঁকাবাঁকা।
সবুজ প্রাণের দেহে, রক্ত ভেজা জামা;
হাসি নেই তার মুখে, যুদ্ধ নেই থামা।
একাত্তরের সে খোকা, বড় হয়ে গেছে।
খোকা ডাকে নেই সাড়া, সব আজ মিছে।
স্বাধীন দেশের কথা, মুখে শুধু রয়।
কাগজ কলমে ঘুরে, অন্য পথে যায়।


বাংলার দামাল ছেলে, শক্ত করো হাত।
স্বাধীনদলের জন্যে, শত্রু করো ঘাত।
সত্য ন্যায় ফিরে এনে, গড় এই দেশ।
একাত্তরের শহীদ, শান্তি পাবে বেশ।
রক্ত নদী বয় যেন, সত্য প্রতিষ্ঠায়।
দেশের মানুষ যেন, স্বাধীনতা পায়।


রচনা কাল ঃ
২৩/০৭/২০১৭ ইং
১০ঃ০১ পিএম।