ধরে ছিনু হাত তার সুখের আশায়
ভালবাসার আগুনে পোড়াল আমায়।
জানতাম যদি আগে হবে সে এমন
বুঝতাম যদি প্রেম দুঃখের মতন-
তাহলে কি মন খুঁজে পড়তাম প্রেমে;
যেতো না জীবন তবে এভাবে যে থেমে।
সাজাতে পারতো মন নতুন জীবন
সে তো এসে নিয়ে গেছে স্বপ্নের নয়ন।


বিরহের সুর শুধু বাড়ায় বেদনা
ঘর বাঁধা তাই আর ভাবতে পারি না।
সারাটি জীবন ধরে রবো একা একা
জীবনের পথে থাক  শত শত বাঁকা।
যতনে হৃদয় আর গড়বো না ভুলে
শাহিন বলে তাহলে ঠকাবে কে ছলে।


রচনা কাল : ১৭/০৪/২০১৮ ইং