খুব ভোরে বাঁশ ঝাড়ে পাখি ডাকে শত
আনন্দ বিরহে গায় গান তারা কত।
কুঞ্চি পরে লেজ ঝুলে সুরে সুরে গায়
কত পাখি উড়ে উড়ে বহু দূরে যায়।
বসন্তের এই ক্ষণে ফুল ফোটে বনে
নানা ফুল দিয়ে যেন সাজে ভব কনে।
পাখির গানে ভরায় বিয়ের আসর
আরো আছে বাঙালির সবুজ সাগর।


এমন দেশের রূপ কোথা আর আছে?
ফুল ফোটে পাখি ডাকে নানা গাছে গাছে।
করতোয়া নদী পাড়ে শিমুলের বন
লাল ফুলে ভরে আছে যেন সোনা ধন।
ঘাটে বাঁধা তরী পরে খোকাখুকু মিলে ;
নানা ফুল দিয়ে তারা সারাদিন খেলে।


রচনা কাল : ০৬/০৩/২০১৮ ইং