এই প্রাণে জল নেই শুধু তৃষ্ণা পায়
কিভাবে কি ভুলে আমি হারানু তোমায়।
বার বার এই মন পায় শুধু ব্যথা
কোথা গেলে হবে দেখা হবে কিছু কথা।
দেখতে চাই তোমায় দু'নয়ন ভরে
ভালবেসে নিতে তোমা চেয়ে ছিনু ঘরে।
যুগে যুগে রবে দূরে প্রাণে তো সয় না
এ হৃদয় যায় পুড়ে ভুলা তো যায় না।


এক জনমে তোমায় পেলাম না আমি
পাই যদি জন্ম ফিরে রবে পাশে তুমি।
এত ব্যথা এত জ্বালা বলবো তখন
জানি তুমি সেই ক্ষণে ভাসাবে নয়ন।
সেই জন্ম হবে বুঝি মরণের পরে
সে জনমে তুমি আর যেও না গো দূরে।


রচনা কাল : ৩০/০৩/২০১৮ ইং