আপন আপন করে পর হয়ে যায়
বন্ধু দূরে গিয়ে কেন যে কাঁদায়।
কষ্ট দিলে বুঝি সবে পায় ফিরে সুখ
তা না হলে ঘুরে রাখে কেন সবে মুখ।
বন্ধু হতে বারে বার পাই শুধু কষ্ট
জীবনটা যাক থেমে হয়ে যাক নষ্ট।
ভুলে আর কারো প্রাণে ফিরাবো না মন
একা আছি এই বেশ থাক না দহন।


ব্যথা গুলো যত্ন করে রেখে দিবো বুকে
প্রাণ যায় যাক চলে মরে যাই ধূকে।
পৃথিবীর হাহাকার রবে পৃথিবীতে
যাবে না আমার সাথে পর জন্ম নিতে।
সেই জনমে আবার থাকবো একাই
ব্যথা সুখ মনে আর পাবে না তো ঠাই।


রচনা কাল : ১৮/০৮/২০১৮ ইং