আমি যারে বাসি ভাল রূপ কৃষ্ণ কালো
চরিত্র ফুলের মত কতইনা ভাল।
না দেখে তারে হৃদয় শুধু ভেবে যায়
তার কথা শুনে মন কত মজা পায়।
ইমু আর মেসেঞ্জারে আসা দেরি হলে
প্রাণ শুধু যায় কেঁদে তার কথা বলে।
সে এলে হাসে হৃদয় প্রাণ গান গায়
মনটা কেমন সুখে শুধু নেচে যায়।


মন চায় প্রাণ চায় তারে নিয়ে তরী
ভাসায়ে বর্ষার জল দেখি মন ভরি।
সে এলে কদম ফুলে মন মত করে
সাজাতাম ফুল বধূ সারাদিন ভরে।
জানি একদিন সেই আসবে এ ধারে
সেদিন আপন করে বুকে নিবো তারে।


রচনা কাল : ২৮/০৭/২০১৮ ইং