যেদিন সুখের তরী ডুবে যাবে জলে
সেদিন বুঝবে তুমি কষ্ট কত তলে।
কতটা বেদনা দিলে অশ্রু চোখে ঝরে
স্মৃতির খেলায় কত মন যায় মরে।
আকাশে কতই তারা জ্বলে আর নিভে
সেগুলো তোমার মত দুঃখ শুধু দিবে।
রাতের আঁধার এসে চুপিসারে কয়
আমার মতন কেউ সুখী আর নয়।


স্বপন ঝাপটে ধরে দেয় মনে দোলা
পুরনো দুয়ার খানি হয় তাই খোলা।
সুখের অনেক কথা মনে পড়ে যায়
একেলা আপন মনে কত হাসি পায়।
হঠাৎ মুখটা হয় কুটকুটে কালো
কিছুই অন্তরে আর নাহি লাগে ভাল।


রচনা কাল : ০৯/০২/২০১৯ ইং