সেদিন সন্ধ্যা বেলায় বরই তলায়
কত কথা কত হাসি কাটল সময়।
পরী তার রাজ্য ছেড়ে  যেন এসে ছিল
ধরায় নয়তো বুকে সুখ ঢেলে দিল।
আহা কত দিন পরে কত অপেক্ষায়
মনের শূন্য ভিটায় পাখি গান গায়।
নিরব মনের তরে কোন ভাষা নেই
কেবলি চোখের দিকে শুধু চেয়ে রই।


কত হাহাকার ছিল এই ছোট্ট বুকে
নিমিষেই শেষ হল সব গেল চুকে।
আর নয় ছলনায় সত্যি কথা শুনি
আবার স্বপ্নের জাল তাই যেন বুনি।
দুঃখ জলে ঢেউ আর উঠবে না জেগে
আহা আজ এই  মনে কত সুখ লাগে।


রচনা কাল : ০২/০৩/২০১৮ ইং