যত ভাবি তত ব্যথা ছড়ে বুক জুড়ে
যার মাঝে ছিল সুখ গেছে বহু দূরে।
একা করে দুঃখ দিয়ে নিছে ঘর বেঁধে
কাছে নাহি আসে কভু যত যাই কেঁদে।
অশ্রু ভরা দু'টি চোখ তার হাসি দেখে
বিরহের সুর মন তাই বুঝি শেখে।
চিরকাল তার পথে রই অপেক্ষায়
ভুল করে যদি আসে ফিরে চেনা গাঁয়।


চেনা মাটি চেনা মন সব আজ ধূলো
মিছে মায়া চেপে ধরে সব স্মৃতি গুলো।
ফাঁকা মাঠে নদী কূলে শুধু হাহাকার
যার নিয়ে কেটে যেত প্রতি শুক্র বার।
স্বপ্ন আজ শুধু ব্যথা দেখে লাভ নাই
তার মনে কোন কিছু দেখা নাহি পাই।


রচনা কাল : ০৮/০৪/২০১৯ ইং