সেই খেলা সেই ভিটে আজ আর নেই
ভিটে আজ ঘর বাড়ি কোথা ফাঁকা নেই।
বরই তলার কথা তবু আছে মনে
সারাদিন খেলা হত কথা হত কানে।
কেউ বোঝে নি জানে নি বরই তলায়;
ছোট্ট প্রেমের কাহিনী সেথায় হারায়।
কবে গড়ে কবে শেষ কেউ তা জানে না
বুকে আজ হাহাকার তুমিও বোঝ না।


কত মিথ্যে বায়নায় দেখা হত মুখ
ওই মুখে ঢেকে ছিল মোর যত সুখ।
সেই মুখ নেই আর বরই তলায়
যতবার যাই আজ মেলে না সেথায়।
দুঃখ ভরা প্রাণ তাই চারদিকে ঘুরে
কত ভাবে ডাকে মন আসো না তো ফিরে।


রচনা কাল : ২১/০৩/২০১৮ ইং