সেই রাতের ভ্রমণ


রাতের আকাশ যেন, তারা ভরা মাঠ।
সোনালি রোদের দিন, জ্বলে ফাঁকা মাঠ।
বর্ষা কালে রাত তরে, চাঁদ জলে ভাসে।
ঢেউ তালে আলো যেন, মৃদু মৃদু হাসে।
দূর হতে ছেঁড়া পালে, তরী আসে বেয়ে।
ছলছল তরী করে, তরঙ্গ ঢেউয়ে।
এমন রাতের বুকে, জুড়ায় নয়ন।
শনশন হাওয়ায়, খুশি হয় মন।


প্রকৃতির নানা রুপ, দেখা কোন রাতে।
ভরা জলে  গিয়ে ছিনু, তরী নিয়ে রাতে।
চারদিকে ফাঁকা মাঠ, গ্রাম গুলো দূরে।
হালকা শব্দে হৃদয়, ছটফট করে।
সেই রাতের ভ্রমণ, বড় মধুময়।
প্রকৃতির রুপ দেখে, মন ভরে যায়।


রচনা কাল :
২৫/০৭/২০১৭ ইং
১১ঃ৫২ এএম।