শাপলা পাতার ভেলা, ভাসে দীঘি জলে।
শাপলা ফুলের দেখা, মেলে কত বিলে।
সবুজ পাতার পরে, পোকা করে খেলা।
দেখা যায় বিল তল, পানি টলমলা।
ফুলে ফুলে ভরা বিল, যেন মৃদু স্রোতে।
বিল ধারে আসে লোক, শাপলা দেখতে।
মন যেন যায় ভরে, বিল ধারে এসে।
রুপের বাহার দেখে, চোখ যেন হাসে।


সবজি হিসাবে খায়, শাপলার লতা।
কেহ শখে হাতে রাখে, ফুল ফল পাতা।
ছোট ছোট ছেলে মেয়ে, শাপলা কুঁড়ায়।
পথ ধারে বিক্রি করে, টাকা যে জমায়।
বাংলার বিলের তরে, অপরুপ রুপে;
বিলায় তার সৌন্দর্য, দিয়ে প্রাণ সপে।


রচনা কাল ঃ
১৮/০৭/২০১৭ ইং
১ঃ১০ পিএম।