যে ছিল কালকে সাথে, আজকে সে নাই।
কোথা গেলে পাবো তারে, বল না সবাই।
আপন আপন করি, আপন সে নয়।
উঠানে কেঁদে ভাসাই, ব্যথা নাহি সয়।
আপন মানুষ হায়, যদি হয় পর;
বেঁচে থাকা হয়ে যায়, বড় কষ্টকর।
ক্ষণে ক্ষণে কত স্মৃতি, অশ্রু হয়ে ঝরে।
উচ্চস্বরে কান্না আসে, সইতে না পেরে।


এত দূরে যায় চলে, আসে না তো ফিরে।
লক্ষ কোটি লোক জনে, রয় বহু দূরে
শেষ ঠিকানার কথা, জানে সব লোকে।
নিশি রাতে অশ্রু ঝরে, জাগে যদি বুকে।
এই সুন্দর ভুবন, সবাই ছাড়বে;
রবে না লক্ষ বছর, কেউ এই ভবে।


রচনা কাল ঃ
২৯/০৫/২০১৭ ইং
১ঃ৫৪ পিএম।