হাসি খুশি ভরা ছিল শৈশবের বেলা
ছোট মনে সুখ ছিল, ছিল নানা খেলা।
বৈশাখের তিব্র তাপে ছোটা শূন্য মাঠে
গোল্লাছুট খেলা করে বুকে তৃষ্ণা উঠে।
ক্রিকেট বল নিয়ে দুপুর বেলায় ;
কাঠ ফাটা রোদ মাথে খেলা হত হায়।
মাঘ মাসে শীত বুকে উঠা খুব ভোরে
বরই তলার পথে, হৈ চৈ যেত পড়ে।


কি বলি আর আমার শৈশবের কথা
মনে হলে বুক জুড়ে উঠে শুধু ব্যথা।
ছোট ছোট বন্ধুগণ বড় হয়ে গেছে
সেই সব ভাবা যেন আজ তাই মিছে।
সন্ধ্যাবেলা মা ডাকতো জ্বেলে সন্ধ্যা বাতি
এখনো মনের মাঝে আছে সেই স্মৃতি।


রচনা কাল : ৩১/১২/২০১৭ ইং