নীলকাশে সাদা মেঘ ভেসে ভেসে যাচ্ছে
তার নিচে গাছে গাছে পাখি গান গাচ্ছে।
ভোর বেলা বিলে ঝিলে ফুটছে শালুক
শরতের ছেলে মেয়ে সাজছে সাজুক।
কাশফুল নদী ধারে ফুটে আছে সাদা
খোকাখুকি তুলে নিচ্ছে গায়ে ভরা কাদা।
দূরাকাশে দু'টি চিল শুধুই উড়ছে
ডিঙি বসে তাই দেখে পরান দুলছে।


ষড় ঋতুর এ দেশ কত কিছু দিচ্ছে
দুই মাস পরে পরে নৃত্য রূপ নিচ্ছে।
শরতের এ সময় জলপাই ফল
খোকাখুকি খেয়ে যেন করে টলমল।
চাঁদ মামা সূর্য হয়ে জ্বলে যেন রাতে
উঠানের মাঝে সবে গল্পে তাই মাতে।


রচনা কাল : ০৪/০৯/২০১৮ ইং