প্রেমে আছে কত গান, কত অভিমান।
তুমি ছাড়া হবে যেন, প্রাণ খান খান।
তুমি আছো চাঁদ হয়ে, দূর নীলিমায়।
আলো হয়ে পাশে রও, সুখ বেদনায়।
স্বপ্ন হয়ে থাকো তুমি, যেন দিবা নিশি।
দূরে গেলে কষ্ট যেন, বাড়ে বেশি বেশি।
গানে তুমি প্রাণে তুমি, তুমি মুখে হাসি।
তুমি থেকো পাশা পাশি, আমি ভালবাসি।


রঙের ভুবন যেন, তোমার আমার।
ভালবেসে দু'জনায়, হবো একাকার।
ভালবেসে কত কথা, বলবো দু'জনে।
তুমি আমি মিলে যাবো, যেন কোন বনে।
ভেবে ভেবে মাঠে বসে, যেন আমি হাসি।
তুমি আছো বহু দূরে, শুধু ভালবাসি।


রচনা কাল ঃ
০৯/০৮/২০১৭ ইং
৭ঃ১৫ পিএম।