ব্যথা দিয়ে সুখ পেলে এত সুখ নয়
সাগর শুকালে যেন মাণিক লুকায়।
যে সুখের আশে তুমি ছেড়ে গেলে মোরে
সেই সুখ ভুবনেতে নাহি আর ধরে।
খাটি সোনা পর করে খুঁজলে নকল
ভেবেছো তা পেয়ে সুখ করবে দখল।
আমি বলি মোর মত তুমিও কাঁদবে
একদিন সব কিছু বুঝতে পারবে।


যে দিন বুঝবে তুমি পাবে কি আমায়
পেলে কি আর সে দিন দেখবে মায়ায়।
নাকি কোন দিন তুমি শুকবে না স্মৃতি
একটু সময় যেন কাজ করে ক্ষতি।
তবে কোন এক দিন ভাববে আমায়
যে দিন সুখের পথ যাবে গো হারায়।


রচনা কাল : ২৯/০৩/২০১৮ ইং