তুই ছাড়া প্রাণে ব্যথা সারাক্ষণ বয়
নিশিরাতে একা মন কত কথা কয়।
বিরহের এত সুর জানা নাহি ছিল
যত সুখ ছিল বুকে সব কেড়ে নিল।
প্রাণ আর কারো সাথে বাঁধে নাহি মন
অশ্রু ঝরে বুক ভাসে, ভাসে দু'নয়ন।
কিছু সুখ দিয়ে তুই দিলি শুধু জ্বালা
পুড়ে পুড়ে বুকটারে করে দিলি কালা।


তোরে ভেবে মন কাঁদে কার কাছে বলি
দুঃখ ভরা প্রাণ নিয়ে দিবানিশি চলি।
কেউ নাহি বোঝে মোরে সবে দেয় দূরে
ব্যথা আর দুঃখ শুধু পাই ঘুরে ঘুরে।
হৃদয়ের সব প্রেম নিয়ে গেলি চলে
শূন্য বুক হাহাকারে সারাক্ষণ জ্বলে।


রচনা কাল : ৩০/০৩/২০১৯ ইং