তোর কথা দিবানিশি শুধু ভেবে যাই
এই বুকে তুই ছাড়া আর কিছু নাই।
ভালবাসি বড় বেশি বলি কত বার
বুঝে নিলে আর বলা হত নাহি আর।
জানি নাতো কবে তুই দেখা দিবি মোরে
ফোনে নাহি পেলে মাথা ভনভন ঘোরে।
শূন্য লাগে সব কিছু তৃষা শুধু প্রাণে
এত ব্যথা মন ছাড়া কেউ নাহি জানে।


তোর হাসি তোর কথা লাগে বড় ভাল
কথা বলা বাদ দিলে মুখ হয় কালো।
বন্ধু হয়ে চিরকাল থাকা বড় দায়
সময়ের স্রোতে বন্ধু দূরে ভেসে যায়।
তাই তোরে বধূ করে নিতে চাই ঘরে
পর হলে কেন্দে মন যাবে যেন মরে।


রচনা কাল : ১২/০৪/২০১৯ ইং