শিমুল গাছের ফুল, টকটকে লাল।
কোকিলের গান সেথা, তোলে সুর তাল।
শিমুল তলায় যেন, ঝরে পড়ে ফুল।
ফুলে ফুলে যায় ভরে, শিমুলের তল।
ছেলে মেয়ে ডামা ভরে, তুলে নেয় ফুল।
রোদে তারা শুষ্ক করে, দেয় রান্না জ্বাল।
নানা পাখি যায় উড়ে, দেখে ফিরে ফুল।
বসে রয় গান গায়, শিমুলের ডাল।


এমন সুন্দর ফুল, ফল ভাল হবে।
পাখি গুলো দিন গুনে, কবে তারা খাবে।
ফুল হতে ফল হল, জানি তুলা রবে।
তাদের আশার বাঁধ, যেন ভেস্তে যাবে।
এমন মানুষ আছে, দেখি এই ভবে;
আশা দিয়ে ভেঙে দেয়, গভীর নীরবে।


রচনা কাল ঃ
০৯/০৮/২০১৭ ইং
২ঃ১৮ পিএম।