সব স্বপ্ন ভেঙে গেছে চলে গেছে সুখ
যারে দিয়ে ছিনু মন ঘুরে নিল মুখ।
কোন আশা নাই আর তবু তারে খুঁজি
বুকে ঠাই পেয়ে ছিল এতটুকু বুঝি।
ফোন দিলে আজ শুধু রাগারাগি করে
মাঝে মাঝে নাই সাড়া ফোন নাহি ধরে।
ভুলে গেছে নাকি সেই ভুলে যেতে চায়
নাকি অভিমান করে সুখ পেতে চায়।


ঘর বেঁধে নিছে বলে বোঝে নাক জ্বালা
একা থেকে বুক যেন হয় ফালা ফালা।
যত ভাবি তত কাঁদি গেছে কত দূরে
জানি তার হবে নাক আসা আর ঘুরে।
বুকে যত কথা আছে হবে নাক বলা
চিরদিন কষ্ট দিয়ে হবে পথচলা।


রচনা কাল : ১৩/০৩/২০১৯ ইং