সবুজ শ্যামল বনে, পাখি গান গায়।
মধু ভরা কন্ঠে যেন, মন ভরে যায়।
হরিণের চোখে যেন, কাজল ছায়ায়;
দেখা সেথা বন ধারে, বনফুল হায়।
মাঠ ভরা সোনা রোদ, চিকচিক করে।
সবুজ ঘাসের লতা, মাথা উঁচু করে।
আমার দেশের মাটি, হিরে সোনা দামি।
তাতে ফলে ফুল ফল, বহু নামি দামি।


ধন্য জীবন আমার, জন্ম বাংলাদেশে।
উড়ে উড়ে মধু খুঁজি, ভোমরের বেশে।
গ্রামের দামাল ছেলে, হাসি মুখ তার।
জল ভরা নদী জলে, দেয় সে সাঁতার।
মেঠো পথে হেটে বুড়ি, গায় বাংলা গান।
স্বদেশের প্রেম শুনে, বয় খুশি বান।


রচনা কাল ঃ
২৪/০৭/২০১৭ ইং
৮ঃ৩৮ পিএম।