স্বদেশ আমায় ডাকে, করুন মায়ায়।
আয় খোকা ফিরে আয়, বাহুডোরে হায়।
আদর সোহাগে কত, জড়ায়ে তোমায়;
রেখেছি বুকের মাঝে, নিশি দিনময়।
বুকের লতা পাতায়, দিয়ে ঠেলে মুখে;
খাওন দাওন দিয়ে, রেখেছি যে সুখে।
একদিন সব ছেড়ে, দূরে গেলে চলে।
তাই আজ ডাকি কত, খোকা খোকা বলে।


মা তুমি ডেকো না আর, এমনও করে।
আসবে তোমার খোকা, একদিন ফিরে।
নেই বেশি দিন আর, সেই তো সময়;
আসবো তোমার বুকে, মন কেঁদে যায়।
তোমার মায়া আমায়, শুধু বেঁধে রাখে।
বিদেশের পথে এসে, কেউ নেই সুখে।


রচনা কাল ঃ
১৭/০৭/২০১৭ ইং
৯ঃ১৩ পিএম।