স্বদেশের প্রেম নিয়ে, জ্বলে যেই জন;
সেই জন মাটি দিয়ে, গড়া খাটি ধন।
ক্ষয় করে হাড় তার, কাজে দিবা নিশি।
মানুষের উপকারে, শ্রম দেয় বেশি।
লক্ষ টাকা চেয়ে দেখে, পথ ফিরে যায়।
এক টাকা দিয়ে কিনে, সস্তা পানি খায়।
পর উপকারে তার, ব্যয় করে ধন।
মানুষে মানুষ বলে, খাটি এই জন।


কত লোক নিস্ব হয়, ছাতা নেই মাথে।
সকালে সম্পদ ছিল, বিকেলে ও পথে।
সঠিক পথে সম্পদ, যাও  ব্যয় করে।
লোকে বলে সুখ মেলে, পর উপকারে।
স্বদেশ প্রীতির কথা, সুখ আনে মনে।
স্বদেশের উপকারে, পাখি ডাকে বনে।


রচনা কাল ঃ
১৮/০৭/২০১৭ ইং
৯ঃ১৮ পিএম।