ব্যথা বাজে কোন খানে কোন সে সুদূরে
সে ব্যথা জ্বালায় মোরে যেন সুরে সুরে।
হাওয়ায় কার কান্না তোলে এত ঢেউ
নিশিতে ঘুম আমার কেড়ে নেয় কেউ।
জ্বালায় পোড়ায় শুধু যেন নিশিদিনে
ব্যথা দিয়ে সুখ বুঝি কেউ নেয় কিনে।
সে তো দূরে থেকে শুধু ডাকে ছলনায়
কষ্ট গুলো রঙ মেখে সুখ বলে যায়।


কি সুখের আশা করে তার কাছে যাবো
মিথ্যে প্রেম নিয়ে প্রাণে মন কি রাঙাবো?  
সে কি প্রেম সত্যি দিবে নাকি ছলনায়
মন যেন সেথা যেতে ভয় শুধু পায়।
কি করে প্রেমের নদী দিবো দূরে ভাসি
সন্ধ্যা বেলা যাবে দূরে দিয়ে মৃদু হাসি।


রচনা কাল : ২৩/০৫/২০১৮ ইং