সুখ চেয়ে দুঃখ পেয়ে বসে আছি চুপ
কি পেলাম বার বার দেখে ওই রূপ।
যে গুন ছিল তাহার হয়ে গেছে ছাই
আগের নয়ন বুঝি আর তার নাই।
সেই মনে রঙ নেই শুধু অন্ধকার
অনেক ভাল হয়েছে ছেড়ে গেছে দ্বার।
একা আছি সেও ভাল নেই জ্বালাতন
ভাল মন্দ দেখা নাই নিশ্চিন্ত নয়ন।


ভেঙে গেছে কিছু আশা স্বপ্ন গেছে ক্ষয়ে
কেটে গেছে দুঃখ ভরা অনেক সময়ে।
বহু কাল বহু ক্ষণ পেরিয়ে এসেছি
নতুন দুঃখ পাইনি দুঃখেই রয়েছি।
দুঃখ আজ মরিচিকা তীব্র শক্তি নেই
আকাশে বাতাসে ঘুরি সঙে কেহ নেই।


রচনা কাল : ২৪/০২/২০১৮ ইং