খুঁজছি মায়ার টানে দেশ দেশান্তরে
হাটছি কতই পথ দিবানিশি ভরে।
স্বপন দুয়ারে বসে থাকে অপেক্ষায়
নীরবে অন্তর জুড়ে সুখ পেতে চায়।
যতনে দিয়েছি তারে এই মন প্রাণ
বুঝলে সুখের তালে গেয়ে যেতো গান।
মনের ভেতর যেন প্রেম দিয়ে ঘেরা
ডাকছি প্রাণের কাছে হতে তারে সেরা।


বুঝেছি জীবন তরী দূরে গেল ভেসে
স্বপন করেছে তাড়া গেছে মিছে হেসে।
আঁধারে কাটছে তাই সবটুকু বেলা
নয়ন দেখেছে যত ছলনার খেলা।
ফুলের সৌরভ আর নাহি পাবো ভবে
হারাল প্রেমের গান মিথ্যে হল সবে।


রচনা কাল : ২৯/১২/২০১৮ ইং