লাগে না কিছুই ভাল, মনে নেই শান্তি।
ছাড়ে না কোন ভাবেই, মনে যেন ক্লান্তি।
টিনের চালের পরে, রৌদ্র করে খেলা।
মেঘের উপরে যেন, হয় পথ চলা।
আকাশ পাতাল ভেবে, জমানো ব্যথায়;
ডুবে ডুবে অশ্রু ভেজা, যেন সাজা হয়।
হাওয়ায় দোল খায়, যেন মোর মন।
কষ্টে কষ্টে কাটে তাই, ভাসায় নয়ন।


এখনো হয় নি গড়া, সুখে মোর ঘর।
তবু রাতে স্বপ্নে ভাঙে, সুখের বাসর।
ব্যথা ভরা চিত্ত জুড়ে, বাজে টনটন।
সুখের হাঁড়ি আমার, ভেঙে পরে ধন।
তাই আজ মন জুড়ে, নেই কোন সুখ।
অন্ধকারে আলো জ্বলে, দিতে আধ সুখ।


রচনা কাল ঃ
৩০/০৫/২০১৭ ইং
৭ঃ৫১ এএম।