আজও হয় নি দেখা, ভালবাসি যারে।
কথা হয় নি যে ঘুমে, স্বপ্ন বিলি করে।
হাসি মুখ দেয় ফাঁসি, সারা নিশি ভরে।
ঘুম যেন নেয় কেড়ে, সারা নিশি ধরে।
সে যে আছে কত দূর, কত দেশ পরে।
তার কথা ভেবে ভেবে, মন যেন মরে।
স্বপ্ন যেন সত্যি হবে, কাছে পেলে তারে।
বধূ করে তারে যেন, নিতে পারি ঘরে।


বহু পথ পাড়ি দিয়ে, ছোট কোন গাঁয়ে;
গেছি কারো নিমন্ত্রণে, উপলক্ষ বিয়ে।
আঁকাবাঁকা চাপা পথ, বাঁশবন দিয়ে;
হেটে হেটে যেতে হয়, চারদিক চেয়ে।
মনে পড়ে এই পথ, আসে স্বপ্ন হয়ে।
কিছু দূরে বাড়ি মধ্যে, স্বপ্ন আছে চেয়ে।


রচনা কাল ঃ
০৩/০৮/২০১৭ ইং
৯ঃ৩০ এএম।