জানা নেই এত ব্যথা, ধরে মোর বুকে।
নিশি ভরা কান্না যেন, মরে ধুকে ধুকে।
এত জ্বালা এত কষ্ট, সয়না পরানে।
দুঃখ ভাসে অশ্রু হয়ে, হৃদয় দহনে।
মনে ছিল কত প্রেম, সব গেছে দূরে।
ব্যথা গুলো কাছে এসে, যেন হাত ধরে।
কষ্ট গুলো অশ্রু হয়ে, ভাসে যেন ভেলা।
প্রাণে শুধু হাহাকার, কাটে না যে বেলা।


আবেগের ভালবাসা, হৃদয় জ্বালায়।
স্বপ্ন গুলো ভেঙে যায়, কত বেদনায়।
নিস্ব মনে ভালবাসা, জাগে না তো আর।
দুঃখ গুলো সারাক্ষণ, বাজে হাহাকার।
স্বপ্ন দেখা বন্ধ আজ, জীবন ধারায়।
মনে শুধু লাগে ভয়, যদি ভেঙে যায়।


রচনা কাল ঃ
২৬/০৭/২০১৭ ইং
৮ঃ০৯ পিএম।