বন্ধু হবে এই কথা বলো বার বার
তাই বুঝি ছেড়ে যাবে হবে না আমার।
আমি বলেছি শুরুতে বলেছি মাঝেও
বন্ধু থাকে না আপন থাকে না কাজেও।
সময়ের স্রোতে তারা ভেসে ভেসে আসে
তেমনই যায় চলে খোলা নিলাকাশে।
বন্ধু নয় বধূ করে তাই নিতে চাই
বুক মাঝে নিবো ভরে তোমায় জানাই।


বধূ করে চেয়ে বুঝি হল বড় ভুল
ভেবে ছিলাম আমার বেঁচে থাকা ফুল।
একদিন হবে রাজি এমন আশায়
দিবানিশি স্বপ্ন দেখে গেছি নিরালায়।
কিন্তু হল না এমন তাই কাঁদে প্রাণ
তুমি বুঝলে না মন দিলে না ক মান।


রচনা কাল : ২৫/০৮/২০১৮ ইং